মাকড়সা থেকে রক্ষা পেতে যা করল মেয়েটি…

তেলাপোকা, মাকড়সা, টিকটিকি- এসব প্রাণী অনেক মেয়ে একটু বেশিই ভয় পায়। কিন্তু ইংল্যান্ডের বর্নমাউথ শহরের এই শিক্ষার্থী মাকড়সার প্রতি ভয়কে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন যেন!

বাসার দেয়ালে একটি মাকড়সা দেখে ভীষণ ভয় পান ক্রিমিনোলজির শিক্ষার্থী ডেমি সুইনি। ভয়ে কোনো নড়াচড়া করতে পারছিলেন না তিনি। কীভাবে এই ‘বিপদ’ থেকে রক্ষা পাবেন, সে উপায়ও খুঁজে পাচ্ছিলেন না। অবশেষ নতুন একটি চিন্তা তার মাথায় আসে। তিনি অনলাইনে খাবার অর্ডার করার পরিকল্পনা করলেন এই আশায়, যাতে ডেলিভারি ম্যান খাবার দিতে এসে মাকড়সাটিকে তার বাসা থেকে তাড়াতে পারেন।

অনলাইনে খাবার অর্ডার করার সময়ই ডেমি জানান, তিনি খারাব অর্ডার করছেন যাতে একজন ডেলিভারি ম্যান এসে তার বাসা থেকে মাকড়সাটিকে তাড়াতে পারেন। ডেমি ওই ফুড ডেলিভারি সার্ভিস কর্তৃপক্ষকে লিখেন, ‘আমার কথা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু আমি সত্যি সত্যিই বলছি। বাসায় মাকড়সা দেখে আমি খুব ভয় পেয়েছি। দয়া করে একজন সাহসী ডেলিভারি ম্যান পাঠাবেন, যিনি মাকড়সাটিকে তাড়াতে পারবেন।’

মাকোড়সা

ডেমির দেয়াল থেকে মাকড়সা সরাচ্ছেন ডেলিভারি ম্যান।

ডেমির কথাকে গুরুত্ব দিয়ে তাকে সাহায্যের উদ্যোগ নেয় ওই ফুড ডেলিভারি সার্ভিস কর্তৃপক্ষ। তারা একজন ডেলিভারি ম্যানকে পাঠায় এবং সে-ই মাকড়সাটিকে ডেমির ঘর থেকে তাড়িয়ে দেন।

পুরো ঘটনা ডেমি তার টুইটারে শেয়ার করেন। ওই অনলাইন ফুড সার্ভিসের সঙ্গে ডেমির কথোপকথনের স্ক্রিনশট এবং ডেলিভারি ম্যানের মাকড়সা তাড়ানোর ছবিও টুইটারে শেয়ার করেন তিনি। তার এ টুইট ভাইরাল হয়েছে। অনেকেই ডেমির ঘটনা নিয়ে মজা পেয়েছেন, অনেকে আবার ভয়ঙ্কর পরিস্থিতে ডেমির উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন।

ডেমির টুইটের নিচে একজন মন্তব্য করেছেন, ‘আশা করছি তুমি ওই ডেলিভারি ম্যানকে ভালো বকশিশ দিয়েছো। সে তার দায়িত্বের বাইরেও তোমার অনেক বড় উপকার করেছে। আমার দেখা সেরা আইডিয়া ছিল এটি।’