কান উৎসবে এবার সব্যসাচীর নকশায় কালো শাড়ির পাড় দুলিয়ে হৃদয়ে বেশ কাঁপুনি তুলেছিলেন। শাড়ি পরেন নিয়মিতই। এবার মুখর হলেন শাড়িবন্দনায়। গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানালেন, ‘প্রত্যেক ভারতীয় মেয়ের উচিত শাড়ি পরতে শেখা।’ ভারতীয় সংস্কৃতির অলিখিত এই অ্যাম্বাসাডর হুট করে খেপেছেন সংস্কৃতি নিয়ে শুচিবাই-আক্রান্ত্তদের ওপর। বলেছেন, ‘বাইরে একটা দল আছে, যারা নিজেদের সংস্কৃতিকে প্রচারের স্বার্থে অন্যের সংস্কৃতিকে ছোট করার জন্য উঠেপড়ে লাগে। আবার অনেককেই চিনি, যারা এটা বলতে লজ্জা পায় যে তারা হিন্দি বোঝে ও বলে এবং ভারতীয় খাবার পছন্দ করে। নিজের স্বকীয়তা বিসর্জন না দিয়েও কিন্তু আপনি বিশ্ব নাগরিক হতে পারবেন।’
এখন ঝাঁসির রানির জীবনী নিয়ে ‘মনিকার্নিকা’ নামে জীবনীনির্ভর একটি ছবিতে কাজ করছেন কঙ্গনা রানাওয়াত। রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবিতেও দেখা যাবে তাঁকে। সর্বশেষ গত বছর ‘সিমরান’ ছবিতে বড় পর্দায় এসেছিলেন জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।