‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
এ উপলক্ষে আজ মঙ্গলবার লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সার্কেল খন্দকার গোলাম শাহনেওয়াজ, সহকারী বন সংরক্ষক (লক্ষ্মীপুর) মো: শফি উল্যা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আবদুল বাছেদ, সহকারী কমিশনার তাহমিনা আক্তার, বন বিভাগের রেঞ্জ অফিসার এএসএম মহিব উদ্দিন চৌধুরী প্রমুখ।