নাটোরের বাগাতিপাড়ায় চাকরিজীবী ছেলের ভিখারিনী সেই মাকে তার পাঁচ ছেলের দায়িত্বে দেয়ার পর এবার নিজেই পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।
মায়ের সাংসারিক সব খরচ চালাতে তারই ছোট ছেলে সাইফুল ইসলামকে দেয়া হলো একটি ভ্যান। ভ্যান চালিয়ে উপার্জিত অর্থে নিজের খরচের পাশাপাশি মায়ের সব ধরনের খরচ চালাবেন সাইফুল।
সোমবার দুপুরে উপজেলা চত্বরে ভ্যানগাড়িটি নিজ হাতে সাইফুলের হাতে তুলে দেন ইউএনও। এ সময় সেখানে ছিলেন প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলম মাসুম প্রমুখ।
উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের সান্ন্যালপাড়া গ্রামের চাকরিজীবী ছেলের সেই ভিখারিনী মায়ের নাম নসরান ওরফে নতিজান বেওয়া (৬০)। ভিক্ষাবৃত্তি করে ছেলের পড়ালেখার খরচ চালিয়েছেন মা। সেই ছেলে কমিউনিটি ক্লিনিকে চাকরি পেয়েছেন আর ছেলের বউ স্থানীয় ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের সদস্য। মায়ের ৫ ছেলে ও এক মেয়ের মধ্যে অন্য ছেলেরা করেন কৃষিকাজ।
তারা কেউ তার বৃদ্ধ মাকে দেখাশোনা করেন না। ভিক্ষা করেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন মা। ২৭ মে সেই মায়ের ভিক্ষাবৃত্তির করুণ কাহিনি যুগান্তরের অনলাইন সংস্করণে প্রকাশ পায়।
এরপর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ২৮ মে দুপুরে নতিজানের বাড়িতে গিয়ে নাসরিন বানু তার পাঁচ ছেলের ওপর মাকে দেখাশোনার ও ভরণেপোষণের দায়িত্ব দেন। ২৯ মে যুগান্তরে এ সংবাদ প্রকাশ পায়।
সবশেষে সোমবার মাকে দেখাশোনা করার জন্য বার্ষিক উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সেই মায়ের ছোট ছেলে সাইফুলকে ভ্যান কিনে দেন ইউএনও।