সুন্দরবন রেঞ্জে ২ জেলে অপহরণ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবীতে পৃথক পৃথক ভাবে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু মুকুল বাহিনী ও জাকির বাহিনীর সদস্যরা। সোমবার সুন্দরবনের হাতিভাঙ্গা ও ফিরিঙ্গি খালে মাছ শিকারের সময় তাদেরকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

অপহৃত জেলেরা হলেন-দক্ষিণ কদমতলা গ্রামের ইলাহি বক্সের ছেলে ইব্রাহিম (৩৫) ও হরিনগর গ্রামের হবি মোল্যার ছেলে আবু তাহের (৩০)।

অপহৃতদের পরিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে কদমতলা বন অফিস হতে অনুমতি নিয়ে মাছ শিকার করতে যান জেলেরা। গতকাল হাতিভাঙা খালে মাছ ধরার সময় ইব্রাহিমকে মুকুল বাহিনী ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবীতে অপহরণ করে। পৃথকভাবে ফিরিঙ্গি খাল হতে আবু তাহেরকে অপহরণ করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবী করে জাকির বাহিনী। বনদস্যু বাহিনীরা অপহরণ করে তাদের পরিবারের কাছে এ মুক্তিপণের টাকা দাবী করেছে। তবে এখনো কোন পরিবার মুক্তিপণ দেয়নি বলে জানা যায়।

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন জানান, বনদস্যু মুকুল ও জাকির বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবীতে দুই জেলেকে অপহরণ করেছে। এ সময় একজনের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ ও অন্যজনের কাছে আড়াই লাখ টাকা দাবী করেছে। এ বিষয়টি লোকমুখে জানতে পেরেছেন।