নিজ বাসায় মহিলা লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

চাঁদপুর শহরের ষোলঘর এলাকার নিজ বাসায় কেন্দ্রীয মহিলা লীগের সদস্য অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলামকে আটক করা হয়েছে।

ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর-এর চেয়ারম্যান হিসেবে ১৯৯৬-২০০১ খ্রিঃ পর্যন্ত দায়িত্ব পালন করেন।