ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব কফি শপ ও রেস্টুরেন্টের ব্যবসার পাশপাশি শুরু করেছেন নতুন ব্যবসা। এবার তিনি পোশাক বিক্রি করছেন। নাম দিয়েছেন Armoiree। এরইমধ্যে অনলাইনে প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি।
এ খবর ফেসবুকে জানিয়েছেন এ অভিনেতা। শোবিজে অঙ্গনের অনেকে স্বাগত জানিয়েছেন এই নতুন ব্যবসার জন্য। অনেকে শেয়ার করেছেন।
এ বিষয়ে অপূর্ব বলেন, দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল পোষাকের ব্যবসা করার। তবে শুরুর দিকে এটি রেখেছি অনলাইন কেন্দ্রিক। Armoiree-র ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন ক্রেতারা। যুগের সঙ্গে তালমিলিয়ে, মানুষের রুচিকে প্রাধান্য দিয়ে এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে।
তিনি আরো জানান, ব্যক্তিস্বাতন্ত্র, স্বাধীনতা এবং বৈচিত্র- এ স্লোগানকে মাথায় রেখে পোশাকের সংগ্রহ রাখছেন।