‘সুলতান দ্য সেভিয়ার’ জমে ক্ষীর বলে অভিনেতা জিত-কে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ চক্রবর্তী। টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালকের টুইটের প্রেক্ষিতে জিত যা লিখলেন, তাতেই শুরু হয় জল্পনা।
সম্প্রতি জিত-এর নয়া সিনেমা ‘সুলতান দ্য সেভিয়ার’-এর ট্রেলর মুক্তি পায়। ট্রেলর দেখে রাজ চক্রবর্তীকে শুভেচ্ছা জানাতে শুরু করেন সেলেবরা। শ্রাবন্তী থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায় কিংবা আকৃতি কক্কর, একের পর এক সেলিব্রিটি জিতের সিনেমার ট্রেলরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি রাজ চক্রবর্তীও।
জিত-কে টুইট করে তিনি লেখেন, ‘ক্যা ব্যাত, সুলতান দ্য সেভিয়ার জমে ক্ষীর। বেস্ট উইশেস’। রাজ চক্রবর্তীর ওই টুইটের পর পালটা রিটুইট করেন জিত।
সেখানে তিনি লেখেন, ‘থাঙ্কস রাজু বেটা। যব পাপা বানোগে বতানা’। অর্থাত রাজকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘বাবা’ শব্দটি উল্লেখ করেন জিত। আর সেখানেই শুরু হয় জল্পনা।
দেখুন সেই টুইট..
বিয়ের পর পরই কি এবার সত্যিই বাবা হতে চলেছেন রাজ চক্রবর্তী? যদিও, জিত এবং রাজের টুইট, রিটুইট ঘিরে যতই জল্পনা শুরু হোক না কেন, এ বিষয়ে কিন্তু মুখ খোলেননি টলিউডের কোনও সেলিব্রিটিই।