‘বীর ডি ওয়েডিং’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য সোনম কাপুর বর্তমানে দিল্লিতে থাকলেও তাঁর মন পড়ে রয়েছে গত উইকএন্ডে তাঁর এবং আনন্দ আহুজার জন্য নাতাশা পুনাওয়ালা আয়োজিত পার্টিতে।
সোমবার সন্ধ্যায় সোনম সেই পার্টির কয়েকটা ছবি পোস্ট করেন এবং সেখানে দেখা যায় সোনম কাপুর স্বামী আনন্দ আহুজাকে চুমু দিচ্ছেন। তাঁর ছবির ক্যাপশনে লেখা ছিল #এভরিডেফেনোমেনল।
সোনম পার্টির আরো কিছু ছবি পোস্ট করেন যেখানে করিশমা কাপুর, করণ জোহর এবং হোস্ট নাতাশা পুনাওয়ালাকে দেখা যায়।
সোনম তাঁর নতুন সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য দিল্লিতে রয়েছেন এবং আনন্দ আহুজার পরিবারও সেখানেই থাকে।
সোনম কাপুরের হাতে এখন অনেক কাজ, ভীষণ ব্যস্ত তিনি। এই দম্পতি সোনমের ব্যস্ত শিডিউলের জন্য তাঁদের হানিমুন পিছিয়ে দিয়েছেন। তাঁকে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর শুটিং এবং বাবা অনিল কাপুর এবং রাজকুমার রাওয়ের সঙ্গে ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমার শুটিং শেষ করতে হবে।
গত ৪ মে সোনম কাপুর ফ্যাশন ব্র্যান্ড ভানের কর্ণধার আনন্দ আহুজাকে শিখ ট্র্যাডিশন অনুযায়ী বিয়ে করেন। বিয়ের পর অল্প কিছুদিন দিল্লিতে আনন্দের পরিবারের সঙ্গে সময় কাটাবার পরই তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে উড়াল দেন। তারপর যথাসময়ে ‘বীর ডি ওয়েডিং’-এর প্রোমোশনের জন্য ফিরে আসেন।