পাগলা মিশুর কবলে অপর্ণা

বিশু পাগলা গ্রামের একমাত্র পাগল, মায়েরা তাদের বাচ্চাদের বিশু পাগলার ভয় দেখিয়ে ঘুম পাড়ায়। বিশু পাগলার ভালো নাম নুরে আলম, সে কিন্তু আগে পাগল ছিলো না, সে এক সময় খুব মেধাবী ছাত্র ছিল। খুব ভালো বিতার্কিক ছিল। খুব ভালো দাবা খেলতো। খুব ভালো গানও গাইতো। তুলি বিশুকে ভালোবাসে। বিশু পাগল থাকা অবস্থায় তুলির পরিবার তুলির অমতে তুলিকে বিয়ে দিয়ে দিলে বিশু পুরোপুরি বদ্ধ পাগল হয়ে যায়,নিজেকে ঘরের মধ্যে আটকে ফেলে। তুলির বিয়ের তিন বছর পর তুলি বাবার বাড়ি বেড়াতে আসলে তুলি বিশুর সাথে দেখা করতে আসে। এসে জানতে পারে বিশু সুস্থ হয়ে যাওয়ার পরও শুধু তুলিকে ভালোবাসার কারণে সারা বছর পাগলের অভিনয় করে যাচ্ছে।
সম্প্রতি ঈদের জন্য ইমেল হকের রচনা ও পরিচালনায় নির্মিত হলো নাটক ‘বিশা পাগলা’। অভিনয়ে মিশু সাব্বির, অপর্ণা, আব্দুল্লাহ রানা, হিন্দোল রায়, সাইকা আহমেদ, প্রিন্স ও আরো অনেকে। নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটি দেশটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে।