২০০৯ সালে গঠিত হয় প্রথম গারো ফোক ব্যান্ড রে রে (RE RE)। ৯ বছর পর প্রকাশিত হলো তাঁদের প্রথম গানের মিউজিক ভিডিও। নাম ‘মাইনা কু’দিমাচিম’ বা কেন চুম্বন এঁকেছিলে। রে রে’র নিজস্ব ইউটিউব চ্যানেলে গত ১ জুন মুক্তি দেওয়া হয় গানটি।
গানটি লিখেছেন ব্যান্ডপ্রধান ওয়ারি এন মারাক। আর সুর করেছেন তিনি নিজে এবং প্রতিষ্ঠিত তরুণ বাঁশিওয়ালা সায়ন মাংসাং। আর গানটির টোটাল অ্যারেঞ্জমেন্ট ও মিক্স-মাস্টারিং করেন তাসনুভ নাওয়াল রহমান। সংগীত আয়োজনে তাঁকে সহযোগিতা করেন সায়ন। গানটি রেকর্ডিং হয় তাসনুভের মিউজিক ফ্যাক্টরি স্টুডিওতে।
গানটির চমৎকার মিউজিক ভিডিওটি পরিচালনা মিউজিক ওয়ারি এন মারাক। তাঁর সাথে ছিলেন তপন আগিতক আর অ্যান্থনি রেমা। ক্যামেরায় মিখাইল আরেং আর ডিওপিতে জোয়েল সারেন আর মিখাইল আরেং। এডিট ও কালারে জোয়েল সারেন। মিরপুর, মোহাম্মদপুর, জাতীয় সংসদ ভবন আর চন্দ্রিমা উদ্যানের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন টনি ম্যাথিউস চিরান ও মোয়ানা সাংমা।
রে রে ব্যান্ডটির বর্তমান লাইনআপ; প্রতিষ্ঠাতা, গিটার ও ফ্রন্টম্যান : ওয়ারি এন মারাক, ভোকাল : সবুজ মাজি, বেস : জুয়েল নকরেক, গিটার : রবি মানকিন ও ড্রামস : অ্যান্থনি রেমা।