ফের বেকায়দায় পড়েছেন আরমান কোহলি। এবার নিজের প্রেমিকা নীরু রনধাওয়াকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটা আরমানের ঘরের চার দেয়ালের মধ্যেই আটকে থাকেনি। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও জমা করেছেন নীরু।
আরমানের সঙ্গেই বছর তিনেক ধরেই মুম্বাইয়ে লিভ-ইন করছেন নীরু। তাদের মধ্যে টাকাপয়সা নিয়ে রীতিমতো ঝগড়া লেগে থাকত বলে জানা গেছে। শোনা যাচ্ছে, এর পরেই আরমান রেগে গিয়ে নীরুকে মারধর করেন। আরমানের মারেই নাকি মাথায় আঘাত লেগেছে নীরুর। ঘটনার পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় নীরুকে। সেখান থেকেই রোববার রাতেই মুম্বাইয়ের সান্তাক্রুজ থানার ফোন করে অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশের কাছে নীরুর দাবি, তার গায়ে হাত তুলেছেন আরমান। শুধু তা-ই নয়, সিঁড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে নীচে ফেলেও দিয়েছেন। এমনকি, চুলের মুঠি ধরে মেঝেতে মাথাও ঠুকে দিয়েছেন। তাতে মাথায় গুরুতর চোট পেয়েছেন।
এদিকে সান্তাক্রুজ থানার এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আরমানের বাড়িতে আমাদের পুলিশকর্মীরা গিয়েছিলেন। তবে সেখানে তার খোঁজ পাওয়া যায়নি। তিনি পলাতক। আর তার খোঁজ চলছে। আরমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৬ এবং ৫০৬ ধারায় মামলাও রুজু করা হয়েছে।’
এই প্রথম নয়, এর আগেও আরমানের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে। ২০১৩-তে রিয়্যালিটি টেলিভিশন শো বিগ বস-এ সোফিয়া হায়াতের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি।
বলিউড পরিচালক রাজকুমার কোহলির ছেলে আরমানের পোর্টফোলিওতে দাগ কাটার মতো কোনো ফিল্ম নেই। আটের দশকে ‘বলদে কি আগ’ ফিল্মে বলিউডে প্রবেশ। এর পর ‘বিরোধী’, ‘জানি দুশমন’, ‘এলওসি: কার্গিল’এ-র মতো বেশ কিছু ফিল্মে তাকে দেখা গেলেও তেমন সাড়া ফেলতে পারেননি আরমান। বছর তিনেক আগে কামব্যাক করেছিলেন রাজশ্রী প্রোডাকশনের ‘প্রেম রতন ধন পায়ো’-তে। তবে তারপর থেকে বড়পর্দায় তেমন ভাবে দেখা যায়নি আরমানকে। এবার অবশ্য ফের শিরোনামে এলেন নিজের ‘কুকীর্তি’র জেরে!