যৌথ প্রযোজনার ছবি ‘বালিঘর’ থেকে সরে দাঁড়ালেন দেশীয় অঙ্গনের জনপ্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। গেল (৪ জুন) নিজের ফেসবুকে এমনটা জানিয়েছেন তিনি।
কারণ হিসেবে স্ট্যাটাসে তিনি উল্লেখ্য করেছেন, শিডিউল ঘটিত জটিলতার কারণে আমি সেই ছবিটা (বালিঘর) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে পরিচালকের সঙ্গে আমার আলাপ হয়েছে। এবং আমরা সকল প্রকার সৌজন্য বজায় রেখেই একমত হয়েছি।
এরই মাঝে জানা গেল, তিশা সরে যাওয়ায় ‘বালিঘর’ ছবির শূন্য জায়গাটা পূরণ করছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।
খবরটি জানিয়েছেন ‘বালিঘর’ সিনেমার পরিচালক অরিন্দম শীল। তিনি জানান, “ছবিটি যৌথ প্রযোজনা হওয়ার কারণে সরকারি অনেক অনুমতির প্রয়োজন হচ্ছে। যে কারণে সময়ও অনেক বেশি লাগছে শুটিংয়ে। সেপ্টেম্বরে সিনেমার শুটিং করার কথা ছিল।
কিন্তু তিশার সাথে সময় মেলানো গেলো না। ওর ব্যাক্তিগত অনেক কাজ রয়েছে। তবে যখন ছবিটি বানানোর ভাবনা মাথায় আসে। তখনই আমার প্রথম পছন্দ ছিল তিশা।”
অভিনেত্রী মমও জানিয়েছেন, কোরবানি ঈদের পর ‘বালিঘর’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি।
‘বালিঘর’ ছবিতে বাংলাদেশ থেকে আরো অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ, কাজী নওশাবা। কলকাতা থেকে অভিনয় করবেন আবির চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, পার্ণো মিত্র, রাহুল বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।