দ্বিতীয় সিনেমা ‘দহন’ নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামলেন রায়হান রাফি। তরুণ এ নির্মাতা মঙ্গলবার সকালে খবরটি নিশ্চিত করেছেন।
পরিবর্তন ডটকমকে রাফি বলেন, ‘বুধবার থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এর আগে মঙ্গলবার এফডিসিতে লুক টেস্ট হচ্ছে।’
‘দহন’-এর প্রধান দুটি চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ ও পূজা চেরিকে। সিয়াম থাকছেন মাদকাসক্ত তরুণের চরিত্রে, অন্যদিকে পোশাক শ্রমিকের ভূমিকায় আছেন পূজা।
এছাড়া সাংবাদিক চরিত্রে অন্য একজন নায়িকা থাকছেন এ সিনেমায়। তবে তার নাম প্রকাশ করেননি নির্মাতা।
অন্য নায়িকা কি প্রথম লটের শুটিং-এ উপস্থিত থাকবেন? এমন প্রশ্নের জবাবে নিরুত্তর থেকেছেন রাফি। তবে তিনি সবার কাছে সিনেমাটির জন্য দোয়া চান।
ঢাকার একটি অভিজাত ক্লাবে মাসখানেক আগে ‘দহন’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেই সময় জানানো হয়, আজমেরী হক বাঁধন সিনেমাটিতে অভিনয় করছেন। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান তিনি।
জানানো হয়, মাঝে ঈদুল ফিতরের জন্য সামান্য বিরতি দিয়ে টানা দৃশ্যায়নে শেষ হবে ‘দহন’।
এদিকে রাফি পরিচালিত প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। এতেও অভিনয় করেছেন সিয়াম ও পূজা।
‘দহন’ ও ‘পোড়ামন ২’ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।