নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে করেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। আর এ সুখের উৎস বান্ধবী আলেজান্দ্রা সিলভাকে বিয়ে।
চলতি বছরের শুরুতে নিউ ইয়র্কের বাইরে ৬৮ বছরের গিয়ার নিজের খামার বাড়িতে ৩৫ বছরের সিলভাকে বিয়ে করেন।
হ্যালো ম্যাগাজিনকে ওই সময় সিলভা জানান, তার কাছে সবকিছু সত্যিকারের রূপকথা মনে হচ্ছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করেন তিনি।
২০১৪ সাল থেকে প্রেম করছিলেন এ জুটি। ওই বছর সিলভার পরিবারের মালিকানাধীন একটি হোটেলে থাকতে আসেন রিচার্ড গিয়ার। সেখানেই পরিচয় ও প্রেমের সূত্রপাত। তারা ভারতীয় ধাঁচের একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানের নানা অনুষঙ্গ আসে ভারত থেকে।