শিডিউলজনিত জটিলতার কারণে যৌথ প্রযোজনার ‘বালিঘর’ ছেড়ে দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। এবার সিনেমাটিতে যুক্ত হলেন আরেক বাংলাদেশি অভিনেত্রী জাকিয়া বারী মম।
‘বালিঘর’ পরিচালক অরিন্দম শীল ও মম বিষয়টি নিশ্চিত করেছেন।
অরিন্দম কলকাতা থেকে বলেন, ‘যৌথ প্রযোজনার সিনেমা হওয়ায় অনুমতি পেতে বেশ খানিকটা দেরি হচ্ছে। যার কারণে আমরা শুটিং পিছিয়ে সেপ্টেম্বরে নিয়েছি। তিশার সাথে তাই শিডিউলটা মিলল না। তাই আমরা মমকে নিয়ে কাজটা করব।’