: বাংলাদেশের মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার একটি সিনেমাতে। সিনেমার নাম ‘ডি ফর ড্যান্স’। নৃত্যনির্ভর সিনেমাতে ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা। এটি পরিচালনা করবেন বাবা যাদব। প্রযোজনা করবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
এর আগে ‘আশিকী’ সিনেমাতে নুসরাত-অঙ্কুশ জুটির রসায়ন দর্শক উপভোগ করেছেন। এটা ছিল যৌথ প্রযোজনার সিনেমা। এবার ‘ডি ফর ড্যান্স’-এর মাধ্যমে কলকাতার সিনেমাতে দেখা যাবে তাদের।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা দিয়ে শুরু হয়েছিল ফারিয়ার কলকাতা যাত্রা। এরপর এই ব্যানারে ‘বাদশা-দ্য ডন’সহ একাধিক সিনেমাতে তার দেখা মিলেছে। জাজের বাইরে প্রথমবারের মতো কলকাতার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা।
সিনেমার পুরো শুটিং হবে বিদেশে। তবে কবে শুটিং শুরু হবে তা এখনও ঠিক হয়নি।
এ বিষয়ে ফারিয়া বলেন, ‘হ্যাঁ, কলকাতার একটি সিনেমাতে কাজ করতে যাচ্ছি। কথাবার্তা হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলি, শিগগিরই নতুন ভালো একটি খবর পাবেন।’