আফ্রিদির সঙ্গে- পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল বলে ঝড় তুলেছিলেন মডেল আরশি খান। ২০১৫ সালে তার একটি টুইট বেশ বিতর্কে ফেলে শহিদের সঙ্গে তার সম্পর্ককে।
টুইটে আরশি স্পষ্ট জানিয়েছিলেন, ‘হ্যাঁ আমি পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলাম। এর জন্য কি আমার ভারতীয় সংবাদ মাধ্যমে অনুমতি নিতে হবে? এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবন। আমার জন্য এটা ভালোবাসা ছিল এবং আমিও খুব আনন্দ পেয়েছি।’
সে সময় শহিদ আফ্রিদিকে বিয়ে করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন আরশি ।এ টুইটের পর বেশ সমালোচনায় পড়েন তিনি। পরে বিষয়টি ধামাচাপা দিতে সে সময় শান্তির জন্য আফ্রিদির নোবেল পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই সময় আফ্রিদির জন্য গান গেয়ে উৎসর্গ করার ঘোষণাও দেন এই মডেল।
অবশেষে বিতর্কিত টুইটের ঠিক এক বছর পর এক টক শোতে এ বিষয় নিয়ে আবারও মুখ খুলেন আরশি। তখন অবশ্য নিজের টুইট নিয়ে আরশি ক্ষমা চেয়েছিলেন।
আরশি বলেন, ‘আমি জনাব আফ্রিদিকে যথেষ্ঠ সম্মান করি। এ ধরনের টুইট করা আমার ভুল হয়েছে। এতটা স্পর্শকাতর বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক হয়নি। আফ্রিদি সাহেব আমাকে অনেক সাহায্য করেছেন।’