মানুষ তার ভালোবাসার মানুষটির কাছে সবাই ভালোবাসার পরশটিই পেতে চাই। ভালোবাসা একেক জন একেক ভাবে প্রকাশ করে। ভালোবাসার প্রকাশটা হতে পারে চুম্বনও। তেমন ভালোবেসে এক বোন আরেক বোনকে চুমু দেবে, এমনটাই স্বাভাবিক। ঠিক এমনই এক ঘটনা ঘটালেন বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর।
সম্প্রতি এক জনৈক ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন তিনি। সেই সংক্রান্ত একটি ভিডিও পোষ্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে জাহ্নবী চুমু চাইছেন একজনের কাছে। কিন্তু কে সে? সেই ভিডিও এখন হয়েছে ভাইরাল। পরে জাহ্নবী প্রকাশ্যে আনেন তাঁর বোন খুশি কাপুরকে যার কাছ থেকে তিনি চুমু চাইছেন।
নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওতে জাহ্নবীকে বলতে শোনা গেছে, ‘আপনাদের জন্য একটি সারপ্রাইজ রয়েছে।’ এরপরই পেছন থেকে তাকে জড়িয়ে ধরেন খুশি। এরপর বোনের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে চুমু খাও।’ খুশিও দেরি না করে বড় বোনের গালে চুমু খেয়ে নেন।
মা শ্রীদেবী মারা যাওয়ার পর থেকে জাহ্নবীর খেয়াল রাখেন খুশি কাপুর। দুই বোনের কেমিস্ট্রি গোটা বলিউডে জানেন সবাই। এমনকি জাহ্নবীর খাওয়া দাওয়া কিংবা ঘুমানোর ব্যাপারে সমস্ত খেয়াল রাখেন খুশি। এই কথা বেশ কয়েকবার স্বীকার করে নিয়েছেন জাহ্নবী।
নিজের খেয়াল রাখার বিষয়ে জাহ্নবী বলেন, মায়ের মৃত্যুর পর থেকে ছোট বোন খুশি নজর রাখে তার। খাওয়া-দাওয়া, ঘুম সব ঠিকমতো হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখে তার ছোট বোন। রাতে ঘুম না এলে তাকে মায়ের মতো ঘুম পাড়িয়ে দেন খুশিই।
শ্রীদেবী কন্যা দুদিন আগেই এক সাক্ষাত্কারে জানিয়েছিলে যে তাঁর মা তাঁকে বলিউডে অভিনয়ে আসতে বারণ করেছিলেন। কিন্তু সেই ঘটনার পিছনে যথেষ্ট কারণ ছিল সেটাও জানিয়েছিলেন জাহ্নবী কাপুর। বলিউডে ডেবিউ করার আগেই তিনি রীতিমতো তারকা হয়ে গিয়েছেন সেটা আর বলার অবকাশ থাকে না।