ঈদ সামনে রেখে নজরুলের ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। ৩ জুন ইবরার টিপুর বনশ্রীর স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তাঁরা। গানটির সংগীতায়োজনও করেছেন টিপু। বিটিভির ঈদের বিশেষ ‘আনন্দ মেলা’য় প্রচারিত হবে গানটি। চিত্রায়ণেও অংশ নেবেন ফাহমিদা ও সামিনা। ফাহমিদা বলেন, ‘ঈদ এলেই এ গানটি সবার মুখে মুখে চলে আসে। ছোটবেলা থেকে এটি এত এত শুনেছি আর গেয়েছি যে বলে শেষ করা যাবে না। বিটিভির ঈদ আনন্দ মেলার জন্য করতে পেরে ভালো লাগছে। সংগীতায়োজনটা নতুন আঙ্গিকে করেছেন টিপু। শুনলেই মনের ভেতর একটা খুশি খুশি ভাব চলে আসবে।’
সামিনা বলেন, ‘গানটির সঙ্গে আমাদের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। রেকর্ডিংয়ের ফাঁকে ফাঁকে দুই বোন অনেক গল্প করেছি, হেসেছি। সব মিলিয়ে খুব ভালো সময় কেটেছে। শুনেছি চিত্রায়ণের সময় গানের সঙ্গে নাচও থাকবে। সেটা নিশ্চয়ই সবাই উপভোগ করবেন।’