”বাংলা গানের যুবরাজ” খ্যাত দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরের নতুন গান ”কসম” ইউটিউবে মুক্ত হলো আসছে ঈদকে সামনে রেখে। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নতুন গানটির মিউজিক ভিডিওতে আসিফ আকবরের সাথে মডেল হিসেবে আছেন সময়ের অন্যতম আলোচিত মডেল এভ্রিল। আসিফ-এভ্রিলের এই মিউজিক ভিডিওটি মুক্ত হয়েছে সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় আসিফ আকবরের গাওয়া ”কসম” শিরোনামের এই গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে সাভারে জনপ্রিয় অভিনেতা ডিপজলের শুটিং স্পটে। গানটিতে আসিফ আকবরকে দেখা যাচ্ছে একজন রকস্টার এর ভূমিকায়। আর তার প্রেয়সীর ভূমিকায় দেখা গেছে এভ্রিলকে।
গানটির মুক্তি এবং নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর যাত্রা উপলক্ষে গতকাল ৪ জুন আয়োজন করা হয়েছিলো ইফতার মাহফিলের। এই অনুষ্ঠানে এ প্রসঙ্গে শিল্পী আসিফ আকবর বললেন,”আমি নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর যাত্রা শুভ হোক সেই কামনা করছি। আর ”কসম” গানটি একটু রকিং টাইপের গান। শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আমার ধারণা। আর মিউজিক ভিডিওটিও সবার পছন্দ হবে -এই আশাই করছি।”
আসিফ আকবরের গাওয়া ”কসম” শিরোনামের গানটি লিখেছেন ওমর ফারুক। আর এর সুর ও সংগীতে করেছেন প্লাবন কোরেশী। গানটির মিউজিক প্রোডিউসার ছিলেন পঙ্কজ।
”কসম” গানটির মিউজিক ভিডিও দেখতে ক্লিক করুন নিচের লিংকে :