এ দেশের এখনকার গানের বাজারে দারুণ চাহিদা তৈরি হয়েছে সঙ্গীতশিল্পী ইমরানকে নিয়ে। তার গাওয়া কিংবা সুর ও সঙ্গীতে করা বেশকিছু গান এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ইমরানের সুরে গান করে কেউ কেউ তারকা খ্যাতি পেয়েছেন। ঈদকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছেন এই শিল্পীর নতুন গানের মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘ইশশ’। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। গত মাসে কলকাতার বিভিন্ন লোকেশনে এই মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছে প্রডাকশন হাউজ ‘টিভি ওয়ালা মিডিয়া’। স্যান্ডির কোরিওগ্রাফিতে এটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা সুশাভান দাস। এতে মডেল হিসেবে দেখা যাবে ওপার বাংলার ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। নতুন এ গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে থেকে গানটির পরিকল্পনা করছি। গানটির কথাগুলো অনেক ভালো। কথা ওপর ভিত্তি করেই সুর এবং সঙ্গীতায়োজন করেছি। এ গানটির মাঝে দর্শক-শ্রোতারা নতুনত্ব খুঁজে পাবে।’ আর কৌশানী আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো তিনি বাংলাদেশের কোনো গানের মডেল হলেন। আশা করছি গানটির অডিওর পাশাপাশি ভিডিওটিও ভালো লাগবে সবার।’ আগামী ৭ জুন বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হবে ‘ইশশ!’