দেশের চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে দর্শকপ্রিয়তার সুবাদে একাই শীর্ষে অবস্থান করছেন তিনি। দেশ ছাড়িয়ে ভারতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। দেশের বাইরে তৈরি হয়েছে তার লাখো ভক্ত। বিশ্বমানের কাজ দিয়ে বাংলা চলচ্চিত্রকে সারাবিশ্বে পরিচিত করার লক্ষ্যে কাজ করছেন এই তারকা অভিনেতা। বলা হচ্ছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের কথা। সারাবছরই তার ছবি নিয়ে দর্শকদের মনে থাকে অন্য রকম উন্মাদনা।
আর ঈদ এলে এ চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। এবারের রোজার ঈদেও মুক্তি পাবে তার অভিনীত ছবি। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ঈদে দর্শক ভালো ছবিই উপভোগ করতে পারবেন এবার। এসবের মধ্যে আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ছবিটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশে দৃশ্যধারণ হয়েছে। এ ছবিতে অ্যাকশন ও রোমান্টিকতা দুই-ই পাবেন দর্শক। পরিচালক ভালোভাবে কাজটি শেষ করেছেন। এছাড়া উত্তম আকাশের পরিচালনায় ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়খাইল্যা মাইয়া’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাবে। সবমিলে আশা করি দর্শক ছবিগুলো বেশ উপভোগ করবেন। দুটি ছবিতেই শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এদিকে কয়েকদিন আগেও শোনা যাচ্ছিল আমদানি নীতিমালায় বাংলাদেশে ঈদে মুক্তি পাবে ‘ভাইজান এলো রে’ নামের নতুন একটি ছবি। জয়দীপ মুখার্জির পরিচালনায় এবং কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার। তবে সম্প্রতি আদালতের এক নির্দেশনায় জানানো হয়, ঈদে বা কোনো উৎসবে আমদানিকৃত ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে না। এই সিদ্ধান্তের কারণে ছবিটি এবারের রোজার ঈদে দর্শক দেখতে পারছেন না। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ভালো বা বড় বাজেটের ছবি যে কোনো সময়ই মুক্তি পেতে পারে। এটা নিয়ে ভাবছি না। ‘ভাইজান এলো রে’ ভালো একটি গল্পের ছবি। এ ছবির গান এরইমধ্যে দর্শক দেখেছে এবং পছন্দ করেছে। আমার বিশ্বাস, ঈদের পর মুক্তি পেলেও দর্শক ছবিটি পছন্দ করবেন। বর্তমানে এক সপ্তাহের বেশি সময় ধরে কক্সাবাজারে শাকিব খান ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ নামে একটি ছবির শুটিং করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বুবলী। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ছবির কাজ ভালো হচ্ছে। প্রতিবারের মতো রোজা রেখেই ছবির শুটিং করছি। বলতে গেলে ঘুমানোর সময়ও পাচ্ছি না। আমি সকাল থেকে রাত পর্যন্ত টানা শুটিং করছি। এছাড়া কলকাতায় ‘মাস্ক’ নামে একটি ছবির কাজ করে এলাম। রাজীব বিশ্বাসের পরিচালনায় এ ছবিতে আমার বিপরীতে নুসরাত ও সায়ন্তিকা অভিনয় করেছেন। আরো একটি সংবাদ হচ্ছে এবারের ঈদে পশ্চিমবঙ্গে শাকিবের ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি পাবে। এজন্য কক্সবাজারে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং শেষ করে কলকাতায় যাবেন বলে জানালেন এই নায়ক। শাকিব বলেন, ‘ভাইজান এলো রে’ ছবির প্রচারণায় অংশ নিতে দুই-একদিনের মধ্যে কলকাতায় যাব। ছবিটি সেখানে আসছে ঈদে মুক্তি পাবে। এছাড়া ‘মাস্ক’ ছবির অল্প কিছু কাজ বাঁকি আছে। সেটাও শেষ করে ঢাকায় ফিরব। এবারের ঈদে সিনেমা হলে দুই ছবির পাশাপাশি টেলিভিশনের একটি বিশেষ অনুষ্ঠানেও দেখা যাবে শাকিব খানকে। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’। ক’দিন আগে কক্সবাজারে সমুদ্রের ধারে একটি হোটেলে সেট নির্মাণ করে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটি। এখানে অতিথি হিসেবে শাকিব খান ও বুবলী অংশ নিয়েছেন। এ অনুষ্ঠানটি ঈদের দিন বিকেলে বাংলাভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন এর প্রযোজক শাহীদ সম্পদ। এদিকে শাকিব খান ওমরাহ হজ্ব করতে যাবেন বলেও জানা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ঈদের পর ওমরাহ পালন করতে যাব বলে নিয়ত করেছি।