রিয়াজ ও তানিয়ার ‘কলুর বলদ’

চ্যানেল আইতে ঈদুল ফিতেরর পঞ্চম দিন রাত ৭টা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক ‘কলুর বলদ’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয়ে রিয়াজ আহমেদ, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, রাশেদ মামুন অপু, দিলারা জামান, মামুনুর রশীদ প্রমুখ।

গল্পে দেখা যাবে নব্বই এর দশকের দিকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে তরুণ পাড়ি জমিয়েছিল জার্মানিতে। তখন রাজু রামে একজন তরুণও বহুকষ্টে ভাগ্যান্বেষণের জন্য পাড়ি জমিয়েছিল সেই সুদুর জার্মানিতে। বহুকষ্টে কাঠখড় পুড়িয়ে সে সেখানে থাকতে শুরু করে। তারপর ধীরে ধীরে তার উপার্জন করা টাকা সে দেশে বাবা মা ভাই বোনের জন্য পাঠাতে থাকে। এই টাকাই তাদের বাচিয়ে রাখে।

রাজু অনেকবার দেশে আসতে চেয়েছিল। কিন্তু পারেনি। কারণ সে দেশে আসলে টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে। পরিবারের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই রাজু দেশে না এসে কয়লার খনিতে ৬৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপামাত্রাতে দিনের পর দিন কাজ করে গেছে। আর টাকা পাঠিয়েছে। দেশে আসলে প্রবাসীরা সবার প্রথমে যেই কথাটি শুনে তা হলো আবার কবে যাবে। এই কথাটিই রাজুকে সবচেয়ে বেশি আহত করে। কুশলাদি বিনিময়ের পরপরই সে সবার কাছে শুনে আবার কবে যাবে। কারো সাথে আর কোনো কথা বলার ইচ্ছে না হয় রাজুর। বড় চাচা ছুটে আসে। তাকে খানিকটা তোয়াজ করে। এমন একটি গল্প নিয়ে এগিয়ে চলে নাটকটির গল্প।