ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বরাবরই নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে থাকেন। গল্প ও চরিত্র পছন্দ না হলে সেই কাজ করছেন না। এমনকি গল্পে চরিত্রের ছন্দপতনের কারণে চুক্তিবদ্ধ হওয়া কাজও ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি। এই অভিনেত্রী বর্তমানে আসছে ঈদের নাটক- টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বরাবরই ঈদের কাজেও নিজের স্বাতন্ত্র্য ধরে রেখেছেন।
প্রভার ভাষ্য, আমি ঈদের জন্য বেছে বেছে কাজ করছি। গতানুগতিক অভিনয়ে নিজেকে কখনো দেখতে চাই না। এরইমধ্যে যে নাটকগুলোর কাজ শেষ করেছি তার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন গল্পের। প্রতিটি নাটকে সাধ্যমতো চেষ্টা করেছি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে। আসছে ঈদে এই অভিনেত্রীকে সেতু আরিফের ‘শবনমের দ্বিতীয় গল্প’ ও সাখাওয়াত মানিকের ‘তোমার আমার গল্প শেষে’, আবু হায়াত মাহমুদের ‘বি এন সি সি’, মারুফ মিঠুর ‘পাত্রী চাইনা’সহ একাধিক নাটকে দেখা যাবে। রমজান মাস পুরোটা ঈদের কাজ নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। এদিকে ঈদের পরেই প্রভার প্রথম ছবি ‘রূপবতীর’র শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নির্মাণ করবেন অঞ্জন আইচ। এই ছবিতে তিনি জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে। মে মাসে এই ছবির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে ছবিটির শুটিং পিছিয়ে যায়। ছবিটি প্রসঙ্গে প্রভা বলেন, এখন আমি ছোট পর্দায় ঈদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। এছাড়া ছবিটির শুটিং পরে কবে শুরু করবেন সেই সম্পর্কে পরিচালক আমাকে এখনো সঠিক কোনো তারিখ জানাননি। তবে আমি আশা করছি ঈদের পরেই হয়তো এই ছবির কাজ শুরু করতে পারবো।