রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ২

রাজধানীর ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় কাজী মানিক হোসেন (৩২) ও অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাত ৩টার দিকে ক্যান্টনম্যান্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক শিশু এবং মঙ্গলবার সকাল ৯টার দিকে খিলক্ষেত এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া অপর একটি ট্রেনের ধাক্কায় মানিক মারা যান।

নিহত মানিকের গ্রামের বাড়ি নওগাঁ জেলা বোয়ালিয়া উপজেলায়। বাবার নাম আনসার আলী। তিনি খিলক্ষেতের বনরূপা এলাকায় বসবাস থাকতেন। অার নিহত শিশুর নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। তার গায়ে সাদা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ রবি উল্লাহ জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।