অসহায় মহিলার গরু জবাই করে মাংস ভাগবাটোয়ারা

ফেনীর পরশুরামে অনন্তপুর গ্রামের এক অসহায় হিন্দু মহিলার গরু জোরপূর্বক জবাই করে ৪৩ কেজি মাংস ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দেলু মিয়ার বিরুদ্ধে। স্থানীয় সালিশদারগন গরু জবাই করার অপরাধে ও মাংস ভাটবাটোয়ারা করার সত্যতা পেয়ে সালিশের মাধ্যমে অভিযুক্ত দেলু মিয়ার ২০ হাজার টাকা জরিমানা করলেও টাকা দিতে গড়িমসি করছে প্রভাবশালীরা।

এলাকাবাসী জানায়, অনন্তপুর গ্রামের মৃত গোপাল টেইলারের স্ত্রী রেখা বালা নাথের একমাত্র সম্বল ওই গরু। ওই সম্বল ছাড়া তার আর কিছুই নেই। পরিবারের কোন উপার্জনক্ষম ব্যাক্তি না থাকায় ৪ মেয়েকে নিয়ে বর্তমানে রেখা বালা নাথ মানবেতর জীবন যাপন করছে। আগামী কোরবানির হাটে বিক্রির লক্ষে ওই গরু লালন পালন করছিলেন তিনি।

ক্ষেতে ধান খাওয়ার অভিযোগে রোববার পাশ্ববর্তী অলকা গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রেখা বালা নাথের গরু নিয়ে মুহুরী ব্রিজের পশ্চিম পাশে নিয়ে প্রথমে গরুটির পা কেটে ফেলে। পরে আরো কয়েকজন সহ গরুটি জবাই করে মাংস ভাট বাটোয়ারা করে নিয়ে যায়।

স্থানীয় হাছি মিয়ার মেয়ে বিষয়টি দেখতে পেয়ে লোকজনকে জানালে চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন ও পরশুরাম পৌরসভার কাউন্সিলর আবু তাহের বাঘার নেতৃত্বে এক সালিশ বৈঠক বসে এতে গরু জবাই করার অভিযোগে দেলু মিয়ার ২০ হাজার টাকা জরিমান করা হয়।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরীর কাছে এই বিষয় জানতে চাওয়া হলে তিনি বিষয়টি শুনেন নাই বলে জানান কেউ লিখিত অভিযোগ দিলে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান।