চাই নতুন জুতা

মেয়ে

ঈদ বাজারে ছিমছাম অল্প হিল ও স্লিপার ধরনের স্যান্ডেলের চাহিদা এবার বেশি। জোগানও কম নয়। বৃষ্টি-গরমের কারণেই এ ধারা। আরাম পাওয়া যাবে আর ডিজাইনও আধুনিক। স্লিপার থেকে শুরু করে কয়েক ইঞ্চি হিল সব ধরনের স্যান্ডেলই আছে। উপকরণ আর্টিফিশিয়াল ও লেদার—দুই ধরনেরই হতে পারে। স্যান্ডেলের ফিতার ডিজাইনে থাকছে ক্রস, রাউন্ড, সেমি রাউন্ড ও বেল্টের মতো নকশা। স্ট্র্যাপের স্যান্ডেলে অনেক ফিতার ব্যবহারে নকশাটাও হয় বেশ বাহারি। নকশাদার নাগরাও থাকছে। সুতার নকশা করা রং বাহারি নাগরা জুতা মিলবে ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের দোকানে। হিল জুতার মধ্যে আছে স্ট্রাপি হাই হিল, ওয়েজেস হিল, প্ল্যাটফর্ম হিলের বাহারি কালেকশন। এই বর্ষায়ও পাম্প শু আর ব্যালেরিনা শু থাকছে ফ্যাশন ট্রেন্ডে। তবে উপকরণে বেছে নেওয়া হয়েছে পানি লাগলেও ক্ষতি নেই—এমন আর্টিফিশিয়াল লেদার।

ছেলে

ছেলেদের জন্য ক্যাজুয়াল ও ফর্মাল দুই ধরনের সংগ্রহ আছে। ক্যাজুয়াল সংগ্রহে থাকছে স্যান্ডেল, স্লিপার, কেডস, স্নিকার্স, কনভার্স, লোফার ও ক্যাজুয়াল শু। পিওর লেদার ও আর্টিফিশিয়াল লেদারে তৈরি স্যান্ডেলের বেশ রকমারি সংগ্রহ থাকছে ঈদ বাজারে। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পাবেন মনমতো নাগরা। ফর্মাল চাইলে দেখতে পারেন ফ্যাশনেবল মোকাসিন ও লেদার শু। স্টাইলিশ ক্যাজুয়াল লুকের জন্য স্নিকার্স বেশ জুত্সই। রঙের ক্ষেত্রেও ছেলেরা পিছিয়ে নেই আর। তাই কালো বা বাদামির পাশাপাশি সাদা, সবুজ ও হলুদ, নীল বা কমলা রঙের জুতা পছন্দ করছেন অনেকেই। বেশির ভাগ সময় গরম আর বৃষ্টি-কাদার কথা মাথায় রেখে বেছে নিতে পারেন হরেক নকশার নানা উপাদানে তৈরি চপ্পল। এই চপ্পলগুলোকে অনেকে বার্মিজ স্যান্ডেলও বলেন। ছেলেদের চপ্পলের স্ট্রাইপ বা ফিতাগুলো ছিমছাম নকশার।

কোথায় পাবেন

বাটা, এপেক্স, ওরিয়েন্টাল, লোটো, জেনিস, ওরিয়ন ও ইনফিনিটিতে পাবেন ছেলে-মেয়েদের হাল ফ্যাশনের সব ধরনের স্যান্ডেল ও হিল শু। আড়ং, মান্ত্রা, যাত্রা, এনা লা মোড, কাভা কাভা ইত্যাদি দোকানে পাওয়া যায় দেশীয় ডিজাইনের জুতা। এ ছাড়া থাইল্যান্ড, সিঙ্গাপুর থেকে আসা স্যান্ডেল পাওয়া যাবে নামিদামি শপিং মলের জুতার দোকানগুলোয়।