আমাদের দেশে ধর্মীয়, সামাজিক প্রায় সব উত্সবে প্রাধান্য পায় পাঞ্জাবি। ঈদে তো কথাই নেই। তাই ফ্যাশন হাউসগুলোতেও ছেলেদের জন্য থাকে পাঞ্জাবির বিশেষ আয়োজন। তবে ক্যাজুয়াল শার্ট, পলো বা টি-শার্ট, ফতুয়াও এবার ঈদে ফ্যাশনে বেশ জায়গা জুড়েছে। থাকবে গরম আবার বৃষ্টির প্রভাবও। ফ্যাশন হাউসগুলো চেষ্টা করেছে স্বাচ্ছন্দ্য ও আরাম বজায় রাখতে। সুতি কাপড় ও হালকা রঙের ব্যবহার হয়েছে বেশি।
মডেল : অভিনেতা ফজলুর রহমান বাবু,পোশাক : রঙ বাংলাদেশ,ছবি : মোহাম্মদ আসাদ
ফ্যাশন হাউস ওটুর স্বত্বাধিকারী জাফর ইকবাল বলেন, ঈদের পাঞ্জাবির কাটে প্রাধান্য পেয়েছে রেগুলার ও স্লিম ফিট। পাঞ্জাবিতে মেশিনে নকশা করার বদলে হাতে কাজ করা হয়েছে। এছাড়া শার্ট, ফতুয়াও আছে। সাদা ও হালকা রঙের বাইরে ব্যবহার করা হয়েছে মেরুন, ব্লু, কমলা, বেগুনি, কফির মতো রং। ম্যাটেরিয়ালে প্রাধান্য সুতির। পাঞ্জাবি-পায়জামার সেটও করা হয়েছে। রয়েছে প্যান্ট কাট পায়জামাও, নাম ফ্লাগস। যা শার্ট ও পাঞ্জাবির সঙ্গে পরা যাবে।
লুবনানের সিনিয়র ডিজাইনার ইমন আহমেদ জানান, এবার পাঞ্জাবিতে সুতির প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি কাতান, সিল্কের মতো জমকালো কাপড় ব্যবহার করা হয়েছে। পাঞ্জাবিতে উত্সবের রং যেমন—মেরুন, ব্লু, ব্রাউন, সবুজ এসবের ব্যবহার হয়েছে বেশি। নকশায় কারচুপি, প্রিন্ট, এমব্রয়ডারির কাজ করা হয়েছে। সাদা, অফহোয়াইট ও ক্রিম রঙের চাহিদা সর্বজনীন, বাদ যায়নি এসব রংও। কাটে প্রাধান্য পেয়েছে স্লিম ফিট।
ইজির ডিজাইনার তৌহিদ চৌধুরী জানান, গরমের কারণে রাজত্ব করছে সুতি। পাঞ্জাবি ছাড়াও পলো ও টি-শার্ট আছে ঈদ কালেকশনে। নকশায় হাতের কাজ, কারচুপি, হ্যান্ড প্রিন্ট, ব্লক, বাটিক করা হয়েছে।
রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, এবার পাঞ্জাবির নকশায় ব্যবহার করা হয়েছে ইসলামিক, ফ্লোরাল, জিওম্যাট্রিক মোটিফ। সুতি মাধ্যমেই কাজ বেশি হয়েছে। পাঞ্জাবির কলার ও জমিনে হালকা কাজ করা হয়েছে। কাটিংয়ে রঙের ‘শ্রদ্ধাঞ্জলি’র পাঞ্জাবিগুলো কিছুটা ঢোলাঢালা, ওয়েস্ট রঙের পাঞ্জাবি কিছুটা ফতুয়ার মতো।
কে ক্রাফটের ডিজাইনার শরিফুল হুদা বিপ্লব বলেন, নকশায় এবার নতুনত্ব এসেছে; টাইডাই ও প্রিন্টের কম্বিনেশন বেশি করা হয়েছে। এমব্রয়ডারি, হাতের কাজ ও কারচুপির কাজ করা হয়েছে। কাঁধে, কাঁধের পেছনে এবং পাঞ্জাবির এক পাশে নকশা করা হয়েছে। আদ্দি ভয়েলে স্ক্রিন প্রিন্ট ও হাতের কাজ করা হয়েছে। হাফ হাতা শার্ট করা হয়েছে এবার আবহাওয়ার কথা মাথায় রেখেই। আছে ফতুয়াও।