কে ক্র্যাফ্টের ঈদের পাঞ্জাবি

ঈদের পাঞ্জাবিতে বৈচিত্র্য, নতুনত্ব ও নিরীক্ষাধর্মী কাজের জন্য কে ক্র্যাফ্ট এর বিশেষ সুনাম রয়েছে। প্রতিবারের ঈদের মতো এবারের ঈদেও নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবির একটি বিশাল প্রস্তুতি নিয়েছে কে ক্র্যাফ্ট।

ফেব্রিক এর বৈচিত্র্য, রঙ এর ব্যবহার, কাট ও প্যাটার্ন এবং অলংকরণের সমন্বয় পাঞ্জাবির আয়োজনকে করেছে বিশেষ বৈশিষ্ট্যময়। জ্যামিতিক,টেক্সটাইল টেক্সচার,কাঁথা টেক্সচার, ইসলামিক মোটিফ ও মিক্সড মোটিফের ছোঁয়া থাকবে এবারের আয়োজনে।

সময় ও পরিবেশের কথা মাথায় রেখে ফেব্রিক ও অলংকরনে পরিমিতিবোধ বজায় রাখা হয়েছে পাঞ্জাবিতে।

ফেব্রিক হিসেবে ব্যবহৃত হয়েছে হ্যান্ডলুম কটন, ভয়েল, লিনেন, টু-টোন কটন, এন্ডি কটন, জ্যাকার্ড। রং নেয়া হয়েছে- সবুজ, ফিরোজা, বেগুনি, ব্রিক-রেড, লাইট ব্লু, বিস্কিট, সাদা, লাইট আকাশি,কালো,পেষ্ট ইত্যাদি। এবারের ঈদ আয়োজন কে ক্র্যাফটের সকল শো-রুম ও অনলাইন ষ্টোর www.kaykraft.com এ পাওয়া যাচ্ছে।