পাওয়ার গ্রিডের সাবেক উপব্যবস্থাপকের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সাবেক উপব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) আরশাদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আশিকুর রহমান।