বিলুপ্ত প্রায় মাছটিকে কেউ চিনতে না পারায় কোন ক্রেতাই বাজারে নেয়ার পর এটি না কেনায় মাছটি আবার পানিতে ছেড়ে দিয়েছে বলে জানা যায় ।
সমুদ্রে তাপমাত্রা যে স্থানে বেশি ওইসব স্থানে এ প্রজাতির মাছগুলো বসবাস করে।ঐ মাছটি বাজারে বিক্রির জন্য নিয়ে আসলে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।তবে কেউ কিনে নেয়নি ।
বরিশাল মৎস্য অফিসের এক কর্মকর্তা জানায়, এই মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে। মাছটি স্থানীয় জেলেদের ভাষায় চাঁকা মাছ হিসেবে পরিচিত হলেও এর ইংরেজি নাম সাকার ফিস।
ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওয়াহেদাবাদ গ্রামে । ঐ গ্রামের জেলে মাছুম হাওলাদারের জালে রবিবার সকালে বিরল প্রজাতির ওই চাঁকা মাছ বা সাকার ফিসটি ধরা পড়ে।পরে স্থানীয় মিরুখালী বাজারে নেয়া হয়