কুরুচিপূর্ণ ভাষা ও অশ্লীল দৃশ্যের জন্য বলিউডের ‘ভিরে দি কী ওয়েডিং’ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর ও কারিনার কাপুর।
গত মঙ্গলবার রাতে ছবিটি দেখার পর তা পাকিস্তান জুড়ে প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর। চেয়ারম্যান দানিয়াল গিলানি বলেন, ছবিটি সর্বসম্মতিক্রমে প্রদর্শনী না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের সসদস্যরা।
শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ভিরে দি কী ওয়েডিং’ ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ১ জুন। চার বান্ধবীর কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। অন্য দুটি চরিত্রে দেখা যাবে স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়াকে। সূত্র: খালিজ টাইমস