প্রেমকে স্বার্থক করে টালিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি গত ১১ মে বিয়ের করেন। এবার নতুন খবর হলো এ দম্পতির ঘর আলো করে আসছে নতুন অতিথি। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
জানা যায়, রাজ-শুভশ্রীর এক প্রতিবেশী সংবাদমাধ্যমে এ খবরটি জানিয়েছেন। তিনি বলেন ‘শুভশ্রী গাঙ্গুলি বেশ স্বাস্থ্য সচেতন। কিন্তু কিছুদিন ধরে সে জিমে যাচ্ছে না। ইতোমধ্যে তার কয়েক কিলো ওজনও বেড়ে গেছে। তার পেট কিছুটা উঁচু মনে হচ্ছে। যা দেখে ধারণা করা হচ্ছে, এটা তার বেবি বাম্প। যদিও আমি নিশ্চিত নই কিন্তু মনে হচ্ছে, টালিউডে নতুন কোনো খবর আসছে।’
উল্লেখ্য, গত ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এছাড়া ১৩ মে কলকাতার আরবানায় রাজ আর শুভশ্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৯ মে শুভশ্রীর বাড়িতে ধুমধাম করে দ্বিতীয়বার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।