সোশ্যাল মিডিয়াকে তিনি এক সময় ন্যাস্টি প্লেস বলেছিলেন। এখন মিনিটে-মিনিটে আপডেট দিতে দেরি হয় না সিনিয়র বাচ্চনের। তার উপরে এই বয়সেও এক নাগাড়ে সিনেমা করে যাচ্ছেন।
এতোদিক সামলাতে গিয়ে একটু আধটু ভুল তো হতেই পারে। ইনস্টাগ্রামে ছোট্ট একটা ভুল করে ফেলেছিলেন বিগ বি। ভুলটা ছোট্ট হলেও ট্রোলারদের হাত থেকে মিস্টার বচ্চনও নিস্তার পেলেন না।
‘রণবীর’ নামের বানানটা ইনস্টাগ্রামে ভুল লিখে ফেলেছিলেন বিগ বি। আর সেই ভুলে যে বানানটা দাঁড়াচ্ছিল তাতে অন্য রণবীরকেই বুঝেছিলেন নেটিজনেরা। সঙ্গে সঙ্গে বিগ বি-কে ওই সোশ্যাল প্ল্যাটফর্মে চেপে ধরেন ট্রোলাররা। আর তার কিছুক্ষণের মধ্যেই ভুলটা শুধরে নিলেন অমিতাভ। ঠিক বানানটা লিখে আবার পোস্ট করলেন। আর লিখলেন ‘টাইপো’।
অভিনেত্রী মৌনি রায়কে নিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটির প্রথম সিডিউলের শুটিং শেষ। দ্বিতীয় সিডিউলে রণবীর আর আলিয়া শুট করবেন সিনিয়র বাচ্চনের সঙ্গে। ইতিমধ্যে শুরুও হয়ে গেছে এই পর্যায়ের শুটিং। আর তা জানিয়েছিলেন খোদ মিস্টার বাচ্চনই।
‘ব্রহ্মাস্ত্র’র পরিচালক অয়ন মুখোপাধ্যায়, রণবীর কাপূর আর আলিয়া ভাটের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন অমিতাভ। লিখেছিলেন, ‘আমি ছাড়া সকলেই সিনেমার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এদিকে আমি ব্রাশ করার প্রস্তুতি নিচ্ছি।’