দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত এই প্রথম কোন ছবির শুটিংয়ের জন্য বাংলায় আসছেন। দার্জিলিংয়ে টানা এক মাস চলবে শুটিংয়ের কাজ। শুটিং চলাকালীন তামিল সুপারস্টারের নিরাপত্তাসহ সব ব্যবস্থার আশ্বাস দিয়েছে জিটিএ।
জানা যায়, আগামী ৬ জুন দার্জিলিংয়ে আসছেন রজনীকান্ত। ৭ জুন থেকে দার্জিলিংয়ে শুরু হবে শুটিং। শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’, রনবীর কাপুর-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বরফি’র পর ছবির শুটিংয়ে এত বড় তারকা পা রাখছেন শৈল শহর দার্জিলিংয়ে। বাংলায় এর আগে কোন দিন শুটিং করেননি রজনী।
ইতোমধ্যেই দক্ষিণের বিগ বাজেটের ওই সিনেমার টেকনিশিয়ানরা পৌঁছে গিয়েছেন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের সিঙ্গামারিতে ঐতিহ্যবাহী মাউন্ট হারমন স্কুলে রেইকি করেছেন তারা। স্কুল ক্যাম্পাসের খানিকটা অংশ শুটিংয়ে ব্যবহারের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ জুন থেকে ২১ জুন পরীক্ষা চলবে। তাই ওই সময়টুকু স্কুল চত্বরকে শুটিংয়ের জন্য ব্যবহার করতে দেওয়া যাবে না।