এর আগে বেশ কয়েকটি নাটকে জুটি হয়ে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন মীর সাব্বির ও অহনা। ফের জুটি হলেন তারা। ‘বোম্বাই দুলাল’ নাটকে তাদের দেখা যাবে। অভিনয়ের পাশাপাশি নাটকটি রচনা এবং পরিচালনাও করেছেন মীর সাব্বির। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। এই নাটকে একটি গান ব্যবহার করা হয়েছে। গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ। ঈদুল ফিতরে ‘বোম্বাই দুলাল’ নাটকটি গাজী টিভিতে প্রচারিত হবে বলে জানান নির্মাতা। মীর সাব্বির বলেন, ‘এই নাটকে মজার একটি কাহিনী দেখতে পাবেন দর্শক। এটি হাসির নাটক হলেও এতে ভাঁড়ামো পরিহার করা হয়েছে। আমার বিশ্বাস ঈদের অনেক নাটকের ভিড়ে এটি আলাদা জায়গা করে নিবে।’ অহনা বলেন, ‘নাটকের গল্পটা মজার। কাজটি উপভোগ করেছি। এর আগেও আমি সাব্বির ভাইয়ের পরিচালনায় কাজ করেছি। তার পরিচালনায় অভিনয় ও তার বিপরীতে কাজ দুটিই আমার ভালো লাগে।’