টিভি নাটকে কাজ করে এরইমধ্যে নিজের অভিনয়ের ঝলক দেখিয়েছেন সাফা কবির। এবার চলচ্চিত্রে কাজের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সাফা জানিয়েছেন, তিনি এমন চলচ্চিত্রে কাজ করতে চান যেখানে সুন্দর একটি গল্প থাকবে। সাফা বলেন, ‘অবশ্যই আমার ইচ্ছে আছে চলচ্চিত্রে কাজের বিষয়ে। যখন মনের মতো গল্প পাবো এবং অনেক মেধাবী, গুণী একজন পরিচালকের নির্দেশনায় কাজ করার সুযোগ মিলবে, তখনই চলচ্চিত্রে কাজ করবো। গল্পটা গতানুগতিক গল্প নয়, একেবারেই নতুন এবং ভিন্নধরনের একটি গল্প চাই। দেখা যাক আমার এই স্বপ্নপূরণে কেউ এগিয়ে আসেন কি-না।’ সাফার এই ইচ্ছের কথা জানেন নির্মাতা আসিফ ইকবাল জুয়েল। তাই তারও আগ্রহ আছে সাফাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের। হয়তো ব্যাটে-বলে মিলে গেলে আসিফ ইকবাল জুয়েলের নির্দেশনাতেই সাফাকে দেখা যাবে প্রথম চলচ্চিত্রে। এদিকে কিছুদিন ধরে ঈদের নাটকের শুটিং নিয়ে একটু চাপেই আছেন সাফা। সম্প্রতি আসিফ ইকবাল জুয়েলের নির্দেশনায় ‘ভালোবাসি অকারণে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে সাফার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ। সাফা কবির বলেন, ‘সুন্দর একটি গল্প জুয়েল ভাই তার নাটকে তুলে ধরার চেষ্টা করেছেন। এই ধরনের গল্প দর্শকের মনকে নাড়া দেয়। আমার অনেক ভালো লেগেছে কাজটি করে।’