ঈদে মুক্তির জন্য বেশ কয়েকটি ছবির নাম শোনা গেলেও এখনো চূড়ান্ত হয়নি তালিকা। এরমধ্যে দু’একটি ছবি সেন্সর ছাড়পত্রও পায়নি। কিন্তু সেসব ছবি ঈদে মুক্তির জন্য প্রস্তুতি শুরু করেছে। আগামী ঈদে মুক্তির মিছিলে থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে-‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘পাঙ্কু জামাই’ ও ‘পোড়ামন-২’। এর মধ্যে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। এদিকে গত ৩১ মে ‘পোড়ামন-২’ ছবিটি সেন্সরে জমা দেয়া হয়। এটি প্রদর্শনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সেন্সর বোর্ডের একটি সূত্র। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি আসছে ঈদে মুক্তি দেয়ার লক্ষে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। রায়হান রাফি পরিচালিত এ ছবিতে জুটি হয়েছেন ছোটপর্দার অভিনেতা সিয়াম আহমেদ ও পূজা চেরি। এছাড়া এতে চিত্রনায়ক বাপ্পারাজকে একটি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এর আগে ছবিটি ‘কান চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে। এরই মধ্যে এই সিনেমার পোস্টার, টিজার ও দুটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। দুটি গানই দর্শকদের প্রশংসা পেয়েছে। সিয়াম বলেন, ‘পোড়ামন-২ দারুণ গল্পের একটি ছবি। সংলাপগুলোও দর্শকদের নাড়া দেবে। এই ছবিতে কাজ করতে গিয়ে আমি নতুন অনেক কিছু শিখেছি। আমি নিজেকে মেলে দিয়ে অভিনয় করেছি এই ছবিতে। পাশাপাশি সহশিল্পী হিসেবে পূজাও আমাকে দারুণ সহযোগিতা করেছে। আমিও তাকে সহযোগিতা করেছি। ছবিতে আমাদের বোঝাপড়া চমৎকার ছিল। আমি আশাবাদী ছবিটি দর্শকরা বেশ উপভোগ করবেন।’ এদিকে পূজা বলেন, ‘পোড়ামন-২ ছবিতে কাজ করে আমার ভালো লেগেছে। এই ছবির কাহিনী, লোকেশন, গানÑসবমিলিয়ে আয়োজনটা দারুণ। আমি চেষ্টা করেছি আমার অভিনীত চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে। আমার সহশিল্পী সিয়াম ও আমার রসায়ন দারুণ উপভোগ্য হবে দর্শকদের জন্য। ছবিটির সাফল্যের বিষয়ে আমি খুব আশাবাদী।’