বলিউডের কোনও পার্টিতে রণবীর সিং যাবেন আর সেখানে এন্টারটেইনিং কিছু হবে না তা কি হয়? বলিউডের খলজিই এখন বি-টাউনের অন্যতম এন্টারটেইনার। সে কোনও বলিউড পার্টিই হোক কিংবা কোনও অ্যাওয়ার্ড শো।
সম্প্রতি, সোনম কাপুর-আনন্দ আহুজা বিয়েতে রণবীর সিংয়ের নাচ নজর কেড়েছিল। সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছিল রণবীরের নাচের বেশকিছু ভিডিও।
শুক্রবার রাতে বলিউডের প্রযোজক রিতেশ সিধওয়ানির পার্টিতে কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর, মালাইকা অরোরা, অমৃতা অরোরাদের সঙ্গে হাজির হন রণবীরও। সেখানেই ‘লয়লা ম্যায় লয়লা’ গানে রণবীরকে নাচতে দেখা যায়।
প্রসঙ্গত, জোয়া আখতারের ‘গলি বয়’ ছবিতে অভিনয় করছেন রণবীর সিং। যে ছবির প্রযোজকও রিতেশ সিধওয়ানি। সম্প্রতি করিনা কাপুর মন্তব্য করেছেন ‘গলি বয়’এ রণবীরের বিপরীতে তাঁকেও নিতে পারতেন পরিচালক প্রযোজকরা। যদিও আদপে ‘গলি বয়’-এ রণবীরের বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।