জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী নিপুণ। মূলত বড় পর্দায় নিয়মিত অভিনয় করেন তিনি। তবে মাঝে মধ্যে ঈদে ছোট পর্দার বিশেষ নাটকেও তাকে দেখা যায়। এবারের ঈদেও ছোট পর্দার দর্শকদের জন্য কাজ করছেন এই অভিনেত্রী। গতকাল মানবজমিনকে নিপুণ জানান, বরাবরই ঈদ আসলে ছোট পর্দার জন্য বেশকিছু কাজের প্রস্তাব আসে। তবে সব কাজ করা হয়ে ওঠে না।
সম্প্রতি ছোট পর্দার জন্য নির্মাতা এস এ হক অলীক ভাইয়ের ‘একটুস খানি প্রেম’ এবং সাজ্জাদ হোসেন দোদুল ভাইয়ের পরিচালনায় ‘মহব্বত ব্যাপারী টু’ নামে দুটি কাজ করলাম। এরমধ্যে ‘একটুস খানি প্রেম’-এ আমার বিপরীতে রিয়াজ ভাই এবং ‘মহব্বত ব্যাপারী টু’-এ ইরেশ যাকের অভিনয় করেছেন। দোদুল ভাইয়ের পরিচালনায় ‘মহব্বত ব্যাপারী’ নাটকের প্রথম খণ্ডেও গতবার কাজ করেছিলাম। দুটি কাজই দু’ধরনের। বেশ ভালো কাজ হয়েছে। আশা করি, দর্শকরা আমার এ কাজ দুটি পছন্দ করবেন। জানা যায়, ‘মহব্বত ব্যাপারী টু’ আরটিভিতে এবং ‘একটুস খানি প্রেম’ বাংলাভিশনে আসছে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে। এদিকে নিপুণকে দর্শকরা সবশেষ উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ ছবিতে দেখেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত নায়ক মুন্না। ‘পিতার আসন’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে রুপালি জগতে পা রাখেন নিপুণ। ২০০৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ‘সাজঘর’ ও ২০০৯ সালে ‘চাঁদের মত বউ’ ছবির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। একের পর এক ছবিতে কাজ করতে করতে নিজেকে চলচ্চিত্রাঙ্গনেই ব্যস্ত করে তোলেন। কিছুদিন আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিতেও অভিনয় করে বেশ প্রশংসা পান নিপুণ। এ ছবিতে মোশাররফ করিম ও শহীদুজ্জামান সেলিমের বিপরীতে অভিনয় করেন তিনি। নিপুণ আগের তুলনায় এখন বেশ কম কাজ করছেন। তিনি বলেন, ভালো গল্পের ছবিতে সবসময়ই কাজ করতে আগ্রহী আমি। তবে বর্তমানে অভিনয়ের বাইরে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’-তে বেশি সময় দেয়া হচ্ছে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও এখন বেশি কাজ করতে পারছি না।