রাজকুমার হিরানি পরিচালিত বলিউডে অভিনেতা সঞ্জয় দত্তের বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘সাঞ্জু’। আর এ উপলক্ষে টিজারের পর একের পর এক পোস্টার আর সবশেষে গত ৩০ মে মুক্তি দেয়া হয় বহু প্রত্যাশিত ট্রেলারটি।
এর মাঝে গত শনিবার ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে ‘সাঞ্জু’ ছবির একটি গান। লিপসিং জটিলাতাকে কেন্দ্র করে নির্মিত এই গানটির নাম ‘ম্যায় বাড়িয়া তু ভি বাড়িয়া’। মুক্তির পর একদিনেই গানটি প্রায় সাড়ে চার লাখ ভিউ হয়ে যায়।
এক সময় সঞ্জয়ের বাবা সুনীল দত্ত অভিযোগ করতেন, সঞ্জয় ছবির গান ও ডায়লগের সাথে ভালো লিপসিং করতে পারেন না। আর এ কথা মানতে চাইতেন না সঞ্জয়। এই গানটিতে সেই মজার বিষয়টিকেই তুলে ধরেছেন পরিচালক রাজকুমার হিরানি।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সোনু নিগম ও সুনিধি চৌহান। আগামী ২৯ জুন ছবিটি মুক্তি পাচ্ছে।