আসছে ঈদে সংগীতশিল্পী পার্থ বড়ুয়াকে দেখা যাবে একটি টেলিছবিতে। নাম ‘মায়া’। এতে পার্থ বড়ুয়ার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা পার্নো মিত্র।
‘মায়া’ টেলিছবির শুটিং হয়েছে দার্জিলিংয়ের বিভিন্ন লোকেশনে। গল্পের প্রয়জনেই সেখানে শুটিং হয়েছে বলে জানা যায়।
টেলিছবিতে একজন চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় দেখা যাবে পার্থ বড়ুয়াকে। যেখানে দেখা যাবে, পার্থ বড়ুয়া তাঁর ছবির জন্য নায়িকা খুঁজে পাচ্ছেন না। একসময় হতাশ হয়ে বেড়াতে যান পাহাড়ে। সেখানে তাঁর দেখা হয় পার্নো মিত্রর সঙ্গে। এভাবে বিভিন্ন ঘটনায় এগিয়ে যেতে থাকে টেলিছবির গল্প।
টেলিছবিটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। বর্তমানে পার্থ বড়ুয়া ও পারভেজ আমিন গোটা শুটিং ইউনিট নিয়ে কলকাতায় রয়েছেন। সেখানে আরো ৪ দিন শুটিং শেষে ৭ তারিখ দেশে ফিরবেন তাঁরা।
ঈদুল ফিতরের সপ্তম দিন দুপুর ২ টায় এনটিভি-তে প্রচারিত হবে টেলিছবিটি।