ঢাকা শহর থেকে যেকোনও মূল্যে মাদক নির্মূল করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার দুপুরে আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজকে মাদকের বিরুদ্ধে জেহাদে নেমেছি। ঢাকা মহানগরীতে মাদকের কোনও আখড়া থাকতে দেওয়া হবে না। সব আখড়া গুড়িয়ে দেওয়া হবে।
এসময় তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী যেই হোক, যত বড় ক্ষমতাশালীই হোক, যে দলেরই হোক, যে পেশার হোক, এমনটি আমার পুলিশ বাহিনীর হলেও তাকে কোনও ছাড় দেওয়া হবে না। যেকোনও মূল্যে যেকোনও কিছুর বিনিময়ে এই ঢাকা শহর থেকে মাদককে নির্মূল করা হবে। মাদকের ব্যবসা করে কেউ পার পাবে না।
আসন্ন ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছে জানিয়ে আছাদুজ্জামান বলেন, এই রমজানে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি, টিকিট কালোবাজারিদের তৎপরতার কোনও তথ্য নেই।
আমরা বলতে চাই, জনগণের নিরাপত্তা কেউ যদি বিঘ্ন করে, তাহলে আমরা কঠোর হাতে তা দমন করব। জনগণের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।