দুই সহোদরকে কুপিয়ে জখম করলো সৎ ভাইয়েরা

যশোরের চৌগাছায় ইয়াছিন আলী ও কুয়েত প্রবাসি ইদ্রিস আলী নামে দুই সহোদরকে কুপিয়ে জখম করেছে সৎ ভাইয়েরা। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপদহ ইউনিয়নের হিজলী গ্রামে। আহত ও হামলাকারীরা একই গ্রামের মৃত- নবীছদ্দিনের পুত্র। আহতদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আহত ইয়াসিন ও ইদ্রিস আলীর পিতা নবীছদ্দিন ছোট স্ত্রীর কুলছুমা খাতুনের বাড়িতে থাকতেন। গত ১৫ মে শুক্রবার তার ঘর থেকে নব্বইউর্দ্ধ নবীছদ্দিনের মৃতদেহ উদ্ধার হয়। এ ঘটনায় বড় স্ত্রী আঞ্জুয়ারা বেগম ও তার ছেলেদের দাবির মুখে মৃতদেহ ময়নাতদন্ত করে দাফন করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। শনিবার বিকেলে ইয়াছিন আলী ও ইদ্রিস আলী মাঠে কাজে গেলে সেখানে ওৎ পেতে থাকা সৎ ভাই ইউছূফ আলী, ইসলাম, বিপ্লব ও মশিয়ার রহমান লোহার রড, দা ও বাঁশের লাঠি দিয়ে কুপিয়ে দু্ইজনকে মারত্নক জখম করে।

স্থানীয়রা তাদের চিৎকারে ছুটে এসে উদ্ধার করে প্রথমে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন, ইদ্রিস আলীর পেটের ভূড়ি বেরিয়ে গেছে। ইয়াছিনেরও অনেক রক্তক্ষরণ হয়েছে। তাদের উভয়ের অবস্থা আশংকাজনক। এজন্য তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।