সাঈদীর বেয়াইয়ের সঙ্গে বৈঠক: মাদ্রাসার ডিজির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বেয়াই জামায়াত নেতা কামাল উদ্দিন জাফরীর সঙ্গে গোপনে বৈঠক করার অভিযোগ উঠেছে মাদ্রাসা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে। গণমাধ্যমে প্রকাশিত এই অভিযোগটি আমলে নিয়ে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর হোসেনকে এ নির্দেশ দেন তিনি।
এদিকে শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তদন্তের এই নির্দেশনার কথা গণমাধ্যমকে জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ মে) জামায়াত নেতা কামাল উদ্দিন জাফরীর সঙ্গে ওইদিন সকাল এগারোটার দিকে রাজধানীর বোরাক টাওয়ারে অবস্থিত অধিদফতরে মহাপরিচালক নিজ অফিস কক্ষেই এই বৈঠকে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

জামায়াতের ওই নেতা টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলারও আসামি।
ফলে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এমন ব্যক্তির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন কিনা তার যথাপোযুক্ত প্রমাণ হাজির করে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে যেহেতু বিষয়টি রাজনৈতিক, ফলে এই ঘটনাটি তদন্তে শিক্ষা মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থার সহযোগিতা চেয়েছেন।

জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া প্রতিবেদন হাতে পেলেই সে অনুযায়ী মহাপরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।