পৃথিবী পর্যবেক্ষণে চীনের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

চীন পৃথিবী পর্যবেক্ষণে গাওফেন-৬ নামের নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

গতকাল শনিবার বেইজিং সময় দুপুর ১২টা ১৩ মিনিটে চীনের উত্তরপশ্চিমে স্থাপিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২ডি’র একটি রকেটের সাহায্যে গাওফেন-৬ উৎক্ষেপণ করা হয়।

এ স্যাটেলাইট প্রধানত: কৃষিজাত সম্পদ গবেষণা এবং দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হবে।

একই সময়ে লোজিয়া নামের বৈজ্ঞানিক গবেষণামূলক অপর একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। লং মার্চ রকেট সিরিজের এটি ছিল ২৭৬তম মিশন।