শুধু তাকালেই কবুল হজের সওয়াব পাওয়া যায়

পিতামাতা প্রতিটি সন্তানের জন্য আশীর্বাদস্বরূপ। অথচ আমাদের মধ্যে অনেকেই সেই পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হন, তখন তাদের অবহেলা করি। তাদের যেমন যত্ন নেওয়া উচিত, তেমন করি না। তাদের যেমন সম্মান দেওয়া উচিত, তেমন দেই না। উপরন্তু তাদের সঙ্গে মন্দ আচরণ করি। ইদানীং তো বৃদ্ধ পিতামাতাকে আমরা পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে। এর চেয়ে লজ্জার, নিন্দার কাজ আর হতে পারে না। অথচ কোরআনে তাদের সঙ্গে মন্দ আচরণ থেকে বিরত থাকতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মহান আল্লাহ তাআলা। স্বয়ং রাসুল (সা.) এ বিষয়ে সাবধানবাণী উচ্চারণ করেছেন। বিশেষ করে মা সম্পর্কে।

মা সম্পর্কে রাসূল (সা.) বলেছেন: ‘যদি কোনো সন্তান তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, তাহলে মহান আল্লাহ পাক সেই সন্তানের জন্য একটি কবুল হজের সওয়াব দান করেন।’

সাহাবিরা জিজ্ঞেস করেন: ‘ইয়া রাসূল আল্লাহ (সা.), যদি কেউ দৈনিক একশ’বার তাকায়?’

আল্লাহর রাসূল (সা.) বলেন: ‘হ্যাঁ, তাকেও একশ’ কবুল হজের সওয়াব দান করা হবে।’ (সুবহান-আল্লাহ)
(শুয়াবুল ইমান লিল বায়হাক্বী, হাদিস নং ৭৪৭২। হাদিসটির হুকুম সম্পর্কে বিস্তারিত জানতে