রোজা অবস্থায় কি তরকারির স্বাদ পরীক্ষা করা যায়?

মাও. আমিনুল ইসলাম: রমজানে রোজা অবস্থায় প্রয়োজনে তরকারির লবণ চেখে দেখা যাবে এবং একান্ত প্রয়োজন হলে খাবারের স্বাদ পরীক্ষা করা যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। এমনকি বিশেষ প্রয়োজনে কোনো শিশু বা বৃদ্ধকে কোনো কিছু চিবিয়ে দিলেও রোজার ক্ষতি হবে না। এ অবস্থায় কুলি করে নেওয়া ভালো, কুলি না করলেও ক্ষতি হবে না; বরং থুতু ফেলে দিলেই চলবে।

তবে বিনা প্রয়োজনে কোনো বস্তু মুখে নেওয়া, কোনো বস্তুর স্বাদ আস্বাদন করা বা চিবানো মাকরুহ; আর তা গলাধঃকরণ হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। খাদ্যবস্তু অনিচ্ছায় গিলে ফেললে রোজা ভঙ্গ হবে; তবুও রোজা পূর্ণ করতে হবে এবং একটি রোজা কাজা আদায় করতে হবে, কাফফারা লাগবে না। খাদ্যবস্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে সেদিনের রোজাও পালন করবে এবং কাজা ও কাফফারা উভয় আদায় করতে হবে।