‘ডেথস্ট্রোক’ থেকে এসেছে ‘ডেডপুল’

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডেডপুল টু’। ব্যাপক সাফল্য পেয়েছে কমেডি ও অ্যাকশনে ভরা এই ছবি। মাত্র দুটো সিনেমাতেই বাকি সুপারহিরোদের পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে অনেকটা ওপরে চলে গিয়েছে ডেডপুল।

কলকাতার এবেলা জানায়, ‘ডেডপুল’ কয়েক বছর আগে ডিসি কমিকসের চরিত্র ছিল। পরে জনপ্রিয়তা না পাওয়ায় ছেঁটে দেওয়া হয়। শুনে অবাক হলেন কি? একটু বিশদে বলা যাক তাহলে।

১৯৮০ সালে ডিসি-র ‘দ্য নিউ টিন টাইটানস’ কমিকসে প্রথম আবির্ভাব হয় ডেথস্ট্রোকের। তবে তাকে ডেথস্ট্রোক না বলে ডেডপুলই বলা ভালো। কারণ নাম ও পোশাকে সামান্য পরির্তন ছাড়া চেহারা, সুপার পাওয়ারসহ বিভিন্ন বিষয়ে দুজনের হুবহু মিল।

ডেডপুল চরিত্রটিকে মার্ভেল কমিকস ১৯৯১ সালে প্রকাশ্যে আনে। অর্থাৎ ডেথস্ট্রোকের জন্মের ১১ বছর পরে ডেডপুলের আবির্ভাব।